পদার্থবিদ আবুল মকসুদ হারুন অর রশিদ আর নেই

৯ অক্টোবর, ২০২১ ১১:৩৩  
না ফেরর দেশে পাড়ি জমালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী পদার্থবিদ অধ্যাপক আবুল মকসুদ হারুন অর রশিদ। শনিবার সকালে শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। মরহুমের ঘনিষ্ঠজন সূত্রে এ তথ্য জানাগেছে। সূত্রমতে, ধানমন্ডির নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। ঢাকা বিশ্বকিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ নিজামুল হক ভূঁইয়া জানিয়েছেন, মরহুমের নামাজে জানাজা আজ বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জীবদ্দশায় ড. রশীদ ১৯৯১ সালে একুশে পদক এবং ২০০৯ সালে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় স্বাধীনতা পুরকস্কার লাভ করেন। ড. হারুন অর রশিদ ঢাকা বিশ্ববিদ্যলয়ের পদার্থবিদ্যা বিভাগের চেয়ারম্যান, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসেও শিক্ষকতা করেছেন। ড. রশীদ ছিলেন দুই কন্যার জনক। তাঁর বড় মেয়ে তাহমিনা জয় রশীদ এবং ছোট মেয়ে রুখসানা দীপা রশীদ।